ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দৈনিক বাংলার বাণীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মনিরুজ্জামান উজ্জ্বল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, ঢাকা ট্রিবিউন হয়ে ২০১৫ সালের ১ জুন বিশেষ সংবাদদাতা হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন।
ইতিপুর্বে তিনি একাধিকবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ), ব্রাক ও ইউনিসেফ (মিনা) আয়োজিত বেষ্ট রিপোটিং অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করেন। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃক পুরস্কৃত হন।
বর্তমানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইতিপুর্বে ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও ক্র্যাবের অর্থ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি হেলথ রিপোর্টার্স ফোরাম (এইচআরএফ) এর সাবেক সভাপতি।
সাধারন বিটের রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে দক্ষতার সাথে কাজ করেছেন। পেশাগত কাজে তিনি সুইজারল্যান্ড,ইটালি, ফ্রান্স, জার্মান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও নেপালে একাধিকবার ভ্রমন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।