মিয়াজান কবীরের জন্ম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ইরতা গ্রামে ১৯৫৮ সালের ২৫ ফেব্রুয়ারিতে। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের পাশাপাশি তিনি সাহিত্য সাধনায় নিয়োজিত রয়েছেন। তার প্রকাশিত গ্রন্থ ‘সুখ দুখ সমান্তারাল (বাংলাদেশের প্রথম প্রবাদ থেকে কবিতা), আনসার উদ্দীন মোল্লা (জীবনী), সাধক কবি কালুশাহ, মনিরুদ্দিন শাহ, অগ্নিবীর, একাত্তরের সেই ছেলেটি, মুক্তিযুদ্ধে এক কিশোর (আত্মজৈবনিক), চিরল চিরল এলাচি (ছড়া), ঘোড়ার গাড়ি টমটম (ছড়া), ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গল্প (সম্পাদিত), মুক্তিযুদ্ধের গল্প (সম্পাদিত), অল্পকথার গল্পগাথা (সম্পাদিত) প্রভৃতি।
বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘শীতল পাটি’ প্রামাণ্য চিত্রের স্ক্রিপ্ট রাইটার। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন গবেষক ও গ্রন্থিক।