জন্ম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে। বেড়ে উঠেছেন গাঁয়ের ধুলোবালি গায়ে মেখে। মফস্বল থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শেষ করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। শৈশব থেকেই সাহিত্যপাঠে আগ্রহ। সেই আগ্রহ পরিচয় করিয়ে দেয় লেখালেখির সঙ্গে। আর সাহিত্যচর্চাই নিয়ে আসে সাংবাদিকতার আঙিনায়।
২০১১ সালে দৈনিক যুগান্তরে প্রদায়ক হিসেবে কাজ শুরু করেন। পেশাদার সাংবাদিকতা শুরু ২০১২ সালের নভেম্বরে, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে নিউজরুম এডিটর হিসেবে যোগদানের মধ্য দিয়ে। সেখানে টানা ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন। ওই বছরের ডিসেম্বরে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন জাগোনিউজ২৪.কমে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর জাতীয় দৈনিকগুলোতে লিখেছেন নিরলস। সম্পাদনা করেছেন ‘ডাক’ ও ‘তোরণ’ নামে দু’টি ছোট কাগজও। ২০১৭ সালের বইমেলায় একটি কবিতার বই বেরিয়েছে, নাম ‘অক্ষত আয়না’।
অবসর পেলে বই পড়তে এবং বেড়াতে ভালো লাগে তার।