কে এম আলিমুল হক। ‘আলিমুল হক’ নামে লেখালেখি করেন। লেখাপড়া করেছেন নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে (গণযোগাযোগ ও সাংবাদিকতা)। সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন ‘দৈনিক ইত্তেফাক’-এ; কাজ করেছেন দেশের প্রথম ২৪ ঘন্টার নিউজ টিভি-চ্যানেল ‘সিএসবি নিউজ’-এর সিনিয়র প্রডিউসার (নিউজ) হিসেবে। এর পর একাধিক টিভি চ্যানেলে বার্তা সম্পাদক ও কনসালটেন্ট নিউজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাঝখানে বছর তিনেক ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-র ‘গণমাধ্যম ও জনসংযোগ’ বিভাগের প্রধান ছিলেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবে বছর-চারেক কাজ করেছেন বেইজিংয়ে অবস্থিত 'কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না'-র বাংলা বিভাগে। ২০১২ সাল থেকে কাজ করছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে। পাঁচটি বই প্রকাশিত হয়েছে তাঁর; দুটি অনুবাদগ্রন্থ ও তিনটি মৌলিক। তিনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।