ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে স্নাতক। স্কুলে ক্লাস নাইনে থেকেই তার ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার। একমাত্র বড় ভাইয়ের যোগানো সাহসে পুরো পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইউল্যাবে সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ ইন্টার্ন (রিপোর্টার) হিসেবে ৩ মাস কাজ করেন।
পেশাগত জীবনে প্রায় ২ বছর বাংলানিউজ টুয়েন্টিফোরে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সেখানেই প্রথম অপরাধ বিভাগে কাজ করার সুযোগ পান তিনি। ২০১৪ সালে বাংলানিউজের পক্ষ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা, সুখ-দুঃখ নিয়ে রিপোর্ট করেন তিনি।
২০১৫ সালের এপ্রিল মাস থেকে জাগোনিউজের সঙ্গে যুক্ত আছেন।
সাংবাদিকতায় পড়াশুনার পাশাপাশি ২০১১ সালে জার্মান পরিচালক ভেইথ হেলমারের সঙ্গে জার্মান-বাংলা প্রোডাকশন শর্ট ফিল্ম ‘ডিঙ্গি’ কাজ করেছেন। সিনেমাটি জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক কার্জ ফিল্ম ফেসটিভালে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ লাভ করে। বাংলাদেশের একমাত্র পরিচালক হিসেবে আদনান রহমান জার্মানি গিয়ে বিশেষ এই সম্মানসূচক পুরষ্কারটি গ্রহণ করেন।
২০১১-১২ সালে চট্টগ্রামের ‘হালদা নদী’ এবং ‘শেয়ার বাজার ধস- ২০১০-১১’ উপর নির্মিত একটি ডকুমেন্ট্রিতে কাজ করেছেন। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত ‘বেস্ট আইডিয়া মেকার’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আদনান রহমান