ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

কোরবানির পশুকে কী খাবার দিতে হবে?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ এএম, ২৬ জুন ২০২৩

কোরবানির আর বেশি দিন বাকি নেই। অনেকেই কোরবানির জন্য এরই মধ্যে গরু, মহিষ, ভেড়া ও ছাগল কিনতে শুরু করেছেন। তবে কোরবানির পশু কেনার পর ঠিকঠাক খাবার দিতে হয়। কোরবানির আগে পশুর খাদ্য কেমন হওয়া উচিত? আসুন জেনে নিই-

কোরবানির পশুর খাদ্য

১. বিক্রির পর পশুরা খাবার খেতে চায় না। তাই পশুর জন্য খাবারের পরিবেশ নিশ্চিত করতে হবে।

২. পশু কেনার সময় খামারি বা বিক্রেতার কাছ থেকে পশুর খাদ্যাভ্যাস জেনে নিতে হবে।

৩. জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করা যাবে না। আদর করে খাবার খাওয়াতে হবে।

৪. বিভিন্ন খাবার দিয়ে দেখতে পারেন, কোন খাবারে আগ্রহ দেখাচ্ছে; সেই খাবার বেশি দিন।

৫. দূর থেকে আনা পশুকে সবার আগে পরিষ্কার পানি দিন। মুখ ডোবাতে পারে এমন পাত্রে পরিবেশন করুন।

আরও পড়ুন: কোরবানির পশু নির্বাচন করবেন কীভাবে? 

৬. পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না। কুসুম গরম পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে দিন।

৭. পশুকে ভাতের মাড়ের সঙ্গে গমের ভুষি, চালের গুঁড়া বা সরিষার খৈল দিতে পারেন।

৮. ছাগলের জন্য অল্প ভাতের সঙ্গে চালের গুঁড়া বা ভাঙা গম দিতে পারেন।

৯. গরুকে ভাতের মাড়ের সঙ্গে তাজা সবজির খোসা আর লবণ দিতে পারেন।

১০. পশুকে ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো কোম্পানির রেডি ফিড খাওয়াতে পারেন।

১১. শহরে থাকলে খড় ও ঘাসের আঁটি এবং কাঁঠাল পাতা কিনে দিতে পারেন।

এসইউ/জিকেএস

আরও পড়ুন