ধানের হলদে বামন রোগ দমনের উপায়
আধুনিক পদ্ধতিতে ধানের চাষ হলেও বিভিন্ন ধরনের রোগ ধান চাষিদের ক্ষতি করে। আর এসব রোগের মধ্যে হলদে বামন রোগ ধানের মারাত্মক ক্ষতি করে। তাই ধানের রোগ দমন ব্যবস্থাপনা সম্পর্কে চাষিদের জানা দরকার।
ধানের হলদে বামন সংঘটক মাইকোপ্লাজমা সবুজ পাতাফড়িং দ্বারা ছড়ায়। আক্রান্ত গাছে নতুন প্রসারিত পাতা হলদে বা পাংশু রঙের হয়। পাতার রং হলদে সবুজ থেকে সাদাটে সবুজ অথবা ফ্যাকাশে হলদে হতে পারে।
রোগ বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত গাছ বিবর্ণ হয়ে যায়। গাছ খুব খাটো এবং অত্যধিক কুশি হয়। পাতাগুলো নরম হয়ে ঝুলে পড়ে। আক্রান্ত গাছ মরে যেতে পারে অথবা ধান পাকা পর্যন্ত বাঁচতেও পারে। আক্রান্ত গাছে ধানের ছড়া খুব কম হয়। বয়স্ক গাছ আক্রান্ত হলে লক্ষণ বলা যায় না, কিন্ত পরবর্তীতে কাটার পর গোড়া থেকে গজানো গাছে লক্ষণ ভালোভাবে প্রকাশ পায়।
হলদে বামন সংঘটক মাইকোপ্লাজমা সবুজ পাতাফড়িং দ্বারা ছড়ায়। যতদিন জীবিত থাকে বাহক পোকা এ ভাইরাসকে শরীরে ধারণ করতে এবং সুস্থ গাছ খেয়ে রোগ ছড়াতে পারে, কিন্তু বাহক পোকা এ রোগ বংশ পরম্পরায় ছড়ায় না।
ধানের হলদে বামন রোগ দূর করার ব্যবস্থা হিসেবে টুংরো রোগের অনুরূপ সবুজ পাতাফড়িং মেরে ফেলতে হবে। তাহলে এই রোগ ছড়াবে না।
এমএমএফ/জিকেএস