ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ব্লাস্ট রোগের অনুকূল আবহাওয়া, ব্রি’র সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

ধানের ব্লাস্ট রোগের আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, বর্তমানে সারাদেশে যে আবহাওয়া বিরাজ করছে তাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। বিশেষ করে গাজীপুর, রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোরো ধানের আগাম কুশি থেকে মধ্য কুশি পর্যায়ে সংবেদনশীল জাতসমূহে এ রোগ বেশি ছড়াতে পারে।

ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৬৩, ব্রি-৮১, ব্রি-৮৯, ব্রি-৯২ জাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে বেশি।

সংস্থাটি বলছে, রোগ দেখা দিলে প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা প্রতি ১০ লিটার পানিতে ৬ গ্রাম নাটিভো ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ৭ দিন ব্যবধানে ২ বার স্প্রে করতে হবে। চারার পাতার উপরের শিশির শুকানোর পর যেকোনো সময় স্প্রে করা যেতে পারে।

তাছাড়া ঠান্ডার কারণে গাছ হলুদ হতে পারে । সেক্ষেত্রে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৩.৫ কেজি জিপসাম সার জমিতে প্রয়োগ করে সুন্দরভাবে জমি মালচিং করে (হাতিয়ে) দিতে হবে ।

এনএইচ/এমএইচআর