ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ভাই কত?

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১০ আগস্ট ২০১৯

রাজধানীর বসিলার পশুর হাট থেকে গরু কিনেছেন ধানমন্ডির তানভীর আহমেদ। বাসা কাছে হওয়ায় বিক্রেতাই গরু বাসায় পৌঁছে দেবেন। সঙ্গে তানভীর ও তার বন্ধু মারুফ।

ঈদুল আজহা উপলক্ষে গরু কিনে হাট থেকে বের হতেই তানভীরের কাছে একসঙ্গে ৩ জনের প্রশ্ন, ‘ভাই কত?’ উত্তরে জানালেন, ‘৯০ হাজার।’

বসিলা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে কমপক্ষে ৫০ জন মানুষকে এ প্রশ্নের উত্তর জানাতে হয়েছে বলে জানালেন তানভীর।

তিনি জানান, কোরবানির গরুর প্রতি মানুষের আলাদা আগ্রহ আছে। গরু কিনে রাস্তা দিয়ে আসার সময় প্রতিবারই কয়েকশ’ মানুষ দাম জানতে চায়। প্রত্যেককে এক উত্তর বারবার দিতেও খারাপ লাগে না। উপরন্তু মনের ভেতর কেমন যেন আনন্দ লাগে।

তার মতো অনেক ক্রেতার বক্তব্য প্রায় একই রকম। কোরবানির গরু বাসায় নেয়ার সময় সঙ্গে থাকেন ক্রেতা-বিক্রেতাসহ আরও অনেকেই। সবাইকে ‘ভাই কত?’ প্রশ্নের মুখোমুখি হতে হয়। সবার উত্তর থাকে একই। কিন্তু বিরক্তিভাব দেখা যায় না কখনই।

এমন দৃশ্য শুধু রাজধানীতেই নয়। দেশের মফস্বল শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও ‘ভাই কত?’ প্রশ্নের সম্মুখীন হতে হয় ক্রেতাদের।

মধুর এ প্রশ্নের উত্তরে থাকে অন্যরকম আনন্দ। কুরবানি করা ছাড়াও এ আনন্দ ছড়িয়ে পড়ে পরিবার, প্রতিবেশীসহ সবার মাঝেই।

এসইউ/এএ/এমকেএইচ

আরও পড়ুন