ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

নানা অনিয়মে ধ্বংস হচ্ছে টাঙ্গুয়ার হাওর

রিপন দে | মৌলভীবাজার | প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৬ মে ২০১৯

টাঙ্গুয়ার টলটল স্বচ্ছ নীল জলরাশির মূলে রয়েছে তার নিচে লুকিয়ে থাকা জলজ উদ্ভিদ। এ জলজ উদ্ভিদ হাওরের হৃৎপিণ্ড। এ উদ্ভিদ না থাকলে মহাসংকটে পড়বে হাওর। আল্পনার মত আঁকা এ দৃশ্য দেখতে যতটা সুন্দর, তার চেয়ে উল্টো তথ্য রয়েছে এ চিত্রে। স্বচ্ছ পানিতে গোল গোল আল্পনার মত এ বৃত্তেই লুকিয়ে আছে টাঙ্গুয়ার হাওর বিপন্ন হওয়ার তথ্য।

১২০টি বিল নিয়ে ৯৭৮৭ হেক্টরের টাঙ্গুয়ার হাওর। এ হাওরে ভরপুর বিপুল প্রাণ-প্রকৃতির। আমরা যা দেখি পানির উপরে, শুধু তা-ই নয়। পানির নিচে রয়েছে হাওরের গুরুত্বপূর্ণ সম্পদ। কারেন্ট জাল, ভেটজাল, লাঠিজালসহ বিভিন্ন জাল দিয়ে প্রতিদিন ৪-৫শ’ নৌকা এখানে মাছ ধরে। পোনা মাছ থেকে মা মাছ সবই তারা ধরছে। মাছ ধরার নিয়ম-নীতি না মেনে মাটি ঘেঁষে জাল টানার কারণে হাওরের নিচে থাকা জলজ প্রাণ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নষ্ট হয়ে যাচ্ছে।

টাঙ্গুয়ার হাওরে পানির নিচে থাকা উদ্ভিদ প্রায় ২০০ প্রজাতির মাছের বাসস্থান এবং খাদ্যের জোগান দেয়। পানির নিচে থাকা জলজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে পানি ফিল্টারিং করে। সেই সাথে শুকনো মৌসুমে বিভিন্ন রাসায়নিক দিয়ে মাছ ধরা এবং আশেপাশের জমিতে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার ও প্রভাব ফেলছে এ হাওরের ওপর। ফলে হাওরটি বর্তমানে মহাসংকটে পতিত হয়েছে।

১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে ‘প্রতিবেশ সংকটাপন্ন হাওর’ হিসেবে ঘোষণা করা হয়। এর থেকে উত্তরণের জন্য নানা পদক্ষেপ নিলেও বর্তমানে উল্টো সংকটাপন্ন থেকে বিপর্যয়ের দিকে যাচ্ছে। দিন-রাত ৪-৫শ’ নৌকা দিয়ে মাছ ধরার পাশাপাশি মাছ ধরতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ জাল। যে কারণে হাওরে পানির নিচে থাকা জীববৈচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এর প্রমাণ মিলেছে ড্রোন থেকে তোলা ছবিতে।

haor

মাটি ঘেঁষে জাল টেনে মাছ ধরার কারণে টাঙ্গুয়ার পানির নিচে থাকা জলজ উদ্ভিদ নষ্ট হয়ে গেছে। জালের টানে মাটি থেকে উদ্ভিদ শিকড়সহ উঠে আসছে। অক্সিজেন কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে জলজ উদ্ভিদে। মাছের উৎপাদন কমে যাচ্ছে মারাত্মকভাবে।

এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কারিশমা সিনহা জাগো নিউজকে বলেন, ‘হাওরের পানির নিচে উদ্ভিদ থাকে, তা পানিকে অটো ফিল্টারিং করে। মাছ এসব উদ্ভিদের মাঝেই বংশ বিস্তার করে। মাছের বাসস্থান এবং খাদ্য এ উদ্ভিদকে ঘিরে, বলতে পারেন মাছের আতুর ঘর এ উদ্ভিদ।’

তিনি আরও বলেন, ‘সাধারণত হাওরের গভীরতা বেশি থাকে না। তাই যখন জেলেরা মাছ ধরার জাল টেনে হেঁচড়ে নিয়ে আসে; তখন পানির নিচে থাকা উদ্ভিদ শিকড়সহ চলে আসে। সেই উদ্ভিদের সাথে মাছের রেণুও চলে আসে। পরবর্তীতে শিকড়সহ উপরে আসা এ উদ্ভিদ পচে পানির অক্সিজেন নষ্ট করে মাছের বসবাসের অনুপোযোগী করে তোলে।’

কারিশমা বলেন, ‘নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে টাঙ্গুয়ার হাওরকে ধ্বংস করা হচ্ছে। পানির উপরে যে সার্কেলের মত দেখা যাচ্ছে, সেটা হাওর ধ্বংসের আলামত বলতে পারেন।’

haor

অন্যদিকে হাওরের জলজ উদ্ভিদসহ সমাগ্রিক পরিবর্তনে জলাবায়ু পরিবর্তন একটি বিরাট ভূমিকা রাখছে। দিনে দিনে উষ্ণতা বৃদ্ধি পানির স্তর নিচে নামাসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা থেকে উত্তরণের জন্য হাওরের জীববৈচিত্র রক্ষা করতে হবে।

বুয়েটের অধ্যাপক জলবায়ু বিশেষজ্ঞ ড. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমরা গবেষণায় দেখেছি, যেখানে হাওরের অবস্থা ভালো, হাওরের নিচের উদ্ভিদের অবস্থান ভালো; সেখানে পানির স্তর ঠিক থাকে। জলবায়ুর পরিবর্তনের ফলে যেভাবে পানির স্তর নেমে যাচ্ছে, তা মোকাবেলায় হাওরের জলজ বনসহ উদ্ভিদকে রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাওরের আশেপাশের এলাকার উষ্ণতা অন্য এলাকা থেকে কম থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন উষ্ণতা বাড়ছে। এ উষ্ণতা মোকাবেলায় হাওরের জলজ বন এবং উদ্ভিদকে রক্ষা করতে হবে।’

টাঙ্গুয়ার জলাবন এবং পানির নিচের উদ্ভিদ কমে যাচ্ছে স্বীকার করে সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনূল হক জাগো নিউজকে জানান, হাওরটি রক্ষণাবেক্ষণের কাজ করে পরিবেশ অধিদফতর। আমরা মৎস্য বিভাগ থেকে মাঝে মাঝে অভিযানে যাই। কিন্তু আমাদের জনবল সংকট। সরকার শত কোটি টাকা খরচ করলেও টাঙ্গুয়ার উন্নতি না হয়ে অবনতি হচ্ছে বলে স্বীকার করেন এ মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, ২০০০ সালে রামসার সম্মেলনে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পায় টাঙ্গুয়া। এর পরিবেশ ও প্রকৃতি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০০৩ সালে সরকার বিশেষ ব্যবস্থাপনা শুরু করে। ৬০ বছরের ইজারা প্রথা বিলোপ করে হাওরটি ভূমি মন্ত্রণালয় থেকে পরিবেশ মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়। ২০০৪ সালের ২ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় আইইউসিএনের সহায়তায় টাঙ্গুয়া হাওরের সার্বিক উন্নয়নে প্রথম ধাপে ৬৩ কোটি টাকা বরাদ্দের ভিত্তিতে ১০ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করে। গৃহীত প্রকল্পের আওতায় টাঙ্গুয়ার হাওর তীরবর্তী ৮৮টি গ্রামের অধিবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, হাওর ইকোট্যুরিজম, ৫১টি বিল এলাকার পরিবেশ-প্রতিবেশ ফিরিয়ে আনা, মাত্রাতিরিক্ত সম্পদ আহরণ রোধ, এলাকাবাসীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, জনগণকে সংগঠিত করার ব্যবস্থা রেখে পর্যটন কেন্দ্র গড়ে তোলার নানা পরিকল্পনা নেওয়া হয়।

শুধু তাই নয়, বিভিন্ন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে সরকার শত-কোটি টাকা খরচ করেছে। টাকা খরচ হলেও এর ফলাফল মিলছে না। কাঙ্ক্ষিত সুফল এখনো পাওয়া যায়নি বলে মনে করছেন স্থানীয়রা। টাঙ্গুয়ার ব্যবস্থাপনার নামে লুটপাট ও জীববৈচিত্র ধ্বংস হয়েছে। হাওরের জীববৈচিত্র রক্ষায় রামসার কনভেনশনে বিশ্ব রামসার কমিটি ও বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হলেও বর্তমান পরিস্থিতিতে তারা নীরব।

এসইউ/জেআইএম

আরও পড়ুন