ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

কাঁঠালের কাণ্ড ছিদ্রকারী পোকা দমন করবেন যেভাবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৭ জুন ২০১৮

আমাদের জাতীয় ফল কাঁঠাল। খেতেও সুস্বাদু। তাই সবার প্রিয় ফল এটি। দেশের প্রায় সব জায়গাতেই কাঁঠাল পাওয়া যায়। এখন চলছে কাঁঠালের মৌসুম। তাই জেনে নেই কাঁঠালের কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ সম্পর্কে-

রোগের নাম: কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ

লক্ষণ: দুই ধরনের লক্ষণ দেখলেই বোঝা যায়-
১. এ পোকার আক্রমণ হলে গাছের কাণ্ডে ছিদ্র দেখা যায়।
২. কাণ্ডে মালার মতো ঝুল লেগে থাকে বা ঝুলতে থাকে।

> আরও পড়ুন- বাঙ্গি চাষ করে স্বাবলম্বী চাষিরা 

প্রতিকার: কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ হলে নিম্নোক্ত ব্যবস্থা নিতে হবে-

১. গর্ত পরীক্ষা করে পোকা মেরে ফেলা।
২. গর্তের ভেতর প্যারাডাইক্লোরোবেনজিন ঢেলে গর্তের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া।
৩. সিরিঞ্জ দিয়ে গরম পানি গর্তের ভেতর ইনজেক্ট করেও পোকা মারা যায়।
৪. চিকন ধাতব তার গর্তের ভেতর ঢুকিয়ে খুচিয়ে খুচিয়ে মারা।
৫. কটন বাডের মাথা কেরোসিন বা পেট্রলের মধ্যে ভিজিয়ে গর্তে ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া।

এসইউ/আরআইপি

আরও পড়ুন