ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

নড়াইলে আমন ধানে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ অক্টোবর ২০১৭

নড়াইলে আমন ধানে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়ছে কৃষক। মাঠজুড়ে পোকার আক্রমণে কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ৩৫ হাজার ২৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে।

কৃষকদের তথ্যমতে, নড়াইল সদর উপজেলার চন্ডিববরপুর, হবখালী ও লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া, শালনগর ও নোয়াগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অন্তত ২শ’ হেক্টর জমির রোপা আমন ধানে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমণ হয়েছে। তবে কৃষকের কাছে এটি ‘কারেন্ট পোকা’ নামে পরিচিত।

jagonews24

নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের কৃষক আক্তার হোসেন খান জানান, কারেন্ট পোকা ধানগাছের গোড়া থেকে রস চুষে খেয়ে ফেলছে। যার কারণে কয়েকদিনের মধ্যেই গাছ মরে নষ্ট হয়ে যাচ্ছে। কারেন্ট পোকার আক্রমণে ধানগাছ মরে খড়ে পরিণত হচ্ছে। একশ’ মণ ধান ঘরে তোলার স্বপ্ন দেখলেও কারেন্ট পোকার আক্রমণে ৩৫/৪০ মণের বেশি ধান হবে না। এতে খরচের টাকাই উঠবে না।

নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের কৃষক শাহাদত বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘কারেন্ট পোকার আক্রমণে ক্ষেতের মাঝে মাঝে ধান মরে খড়ে পরিণত হচ্ছে। ব্লক সুপার ভাইজাররা (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) এসে খোঁজ-খবর নেয় না। বাজারের কীটনাশক ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ নিয়ে পাইরাজিন, স্ক্রজারসহ বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু একটি জমিতে কীটনাশক দিলে পোকাগুলো উড়ে পাশের জমিতে আক্রমণ করছে। এ পোকা দমন করতে হলে একসঙ্গে পুরো বিলে ছিটাতে হবে। কিন্তু তা সম্ভব হচ্ছে না।’

রায়গ্রামের সাবু সরদার জানান, নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি, কাঞ্চনপুর, বাড়িভাঙ্গা, কাংকুল, চর ব্রাহ্মণডাঙ্গাসহ বিভিন্ন বিলের কমপক্ষে ১শ’ একর জমির ধান পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। কৃষকের মুখে হাসি নেই। তারা জমিতে কীটনাশক প্রয়োগ করছে। তাতেও কাজ হচ্ছে না।

jagonews24

ব্রাহ্মণডাঙ্গা বাজারের কীটনাশক ব্যবসায়ী এমদাদুল ইসলাম জানান, বাদামি গাছ ফড়িং পোকা বা কারেন্ট পোকার আক্রমণ বেশি হওয়ায় কীটনাশক বিক্রিও অনেক বেড়ে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক শেখ আমিনুল হক জাগো নিউজকে জানান, নড়াইল সদর উপজেলায় দেড় হেক্টর এবং লোহাগড়া উপজেলায় ২ হেক্টর মিলে সাড়ে ৩ হেক্টর জমিতে বাদামি গাছ ফড়িং পোকার আক্রমণ হয়েছে। সঙ্গে সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ছুটে গেছেন এবং তা দমন করা হয়েছে।

হাফিজুল নিলু/এসইউ/আরআইপি

আরও পড়ুন