ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

জেনে নিন পেঁয়াজের রোগের লক্ষণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

পেঁয়াজ চাষ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পেঁয়াজের ক্ষেতে বিভিন্ন ধরনের রোগের আবির্ভাব ঘটে। আসুন জেনে নেই পেঁয়াজের কিছু রোগের লক্ষণ সম্পর্কে-

ব্লাস্ট রোগ
ক. বট্রিটিস নামক ছত্রাকের চারটি প্রজাতির আক্রমণের ফলে এ রোগ হয়ে থাকে।
খ. এর আক্রমণে পাতায় প্রথমে ছোট ছোট সাদা দাগ পড়ে।
গ. ছত্রাকের স্পোর গাছের মরা সাদা অংশের উপর পড়ে অঙ্কুরিত হয়ে দেহকোষে প্রবেশ করে।
ঘ. অনুপ্রবেশের কয়েকদিনের মধ্যে ছত্রাক খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ফসল নষ্ট করে ফেলে।
ঙ. আক্রান্ত গাছের পাতার অগ্রভাগ মরে বাদামি রং ধারণ করে।
চ. সপ্তাহখানেকের মধ্যে তা ভেঙে ঝুলে পড়ে।

onion-in-(1)

বেগুণে দাগ রোগ
ক. অল্টারন্যারিয়া পরি নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
খ. পাতা, ফুলের ডাঁটা এমনকি পেঁয়াজেও এই রোগ হতে পারে।
গ. পাতায় ছোট ছোট গোলাকার, আঁকাবাঁকা, ডুবা ধরনের সাদাটে দাগের আবির্ভাব ঘটে।
ঘ. রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাগগুলো লম্বা হয়ে বাড়তে থাকে এবং বেগুনি রঙের বৃত্তাকার রেখার সৃষ্টি হয়।
ঙ. আক্রান্ত পাতা ৩-৪ সপ্তাহের মধ্যে হলদে হয়ে মরে যায়।
চ. ছত্রাক পাতা থেকে পেঁয়াজে বিস্তার লাভ করে।
ছ. আক্রান্ত পেঁয়াজ প্রথমে ভেজা মনে হয়। পরে হলুদ, গাঢ় লাল এবং শেষে গাঢ় বাদামি ও কালো হয়।
জ. এ রোগে আক্রমণের ফলে পেঁয়াজের উপরের দু’একটি খোসা খারাপ হয়ে যায়।
ঝ. অনেক সময় সমস্ত পেঁয়াজই নষ্ট হয়ে যায়।

onion-in-(1)

পীতবর্ণ শেকড় হওয়া রোগ
ক. পাইরেনোচাইটা টেরেসট্রিস নামক ছত্রাকের আক্রমণের ফলে এই রোগ হয়ে থাকে।
খ. আক্রান্ত শেকড় পীতবর্ণ ধারণ করে এবং পরে কুঁচকে যায়।
গ. মাঝে মাঝে আক্রান্ত অংশ খুবই অস্পষ্ট থাকায় রোগ নিরূপণে অসুবিধা হয়।
ঘ. নতুন গজানো শেকড়ও এ রোগে আক্রন্ত হয়।

এসইউ/জেআইএম

আরও পড়ুন