ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

মাটির আর্দ্রতা পরীক্ষা করবেন যেভাবে

প্রকাশিত: ১০:১২ এএম, ০৬ মে ২০১৭

পৃথিবীতে তিন ভাগ পানি আর এক ভাগ মাটি। সেই এক ভাগ মাটিতেই মানুষের বসবাস। তাই মাটিতেই নির্ভর করে মানুষের জীবিকা। ফলে মাটির গুণাগুণ পরীক্ষা করা মানুষের প্রধান কাজ। ফসল ফলাতে মাটির গুরুত্ব অপরিসীম। মাটির গুরুত্ব বুঝেই এর আর্দ্রতা নির্ণয় করতে হয়।

উত্তম মাটি ভালো ফসলের জন্য একান্ত জরুরি। কেননা বীজ বপন করা থেকে বেড়ে ওঠা পর্যন্ত বিষয়টি নির্ভর করে জমি তৈরির উপর। জমির মাটি কীভাবে তৈরি করা হবে তা নির্ভর করে বীজের আকৃতির উপর এবং আর্দ্রতার উপর। অাসুন মাটির আর্দ্রতা পরীক্ষার পদ্ধতিগুলো জেনে নেই।

Soil

পরীক্ষা পদ্ধতি
• প্রচলিত জ্ঞানের মাধ্যমে মাটির আর্দ্রতা পরীক্ষা করা যায়।
• মাটি হাতে মুঠি করে নিয়ে জোড়ে চাপ দিতে হবে।
• চাপ দেওয়ায় মাটি থেকে পানি বের হলে বুঝতে হবে মাটি এখনো ভেজা। ভেজা মাটি চাষের উপযোগী নয়।
• মাটি থেকে পানি বের না হলে তা চাকা বা বলের আকার ধারণ করে।
• মাটির চাকা কোমর সমান উচ্চতা থেকে ফেললে যদি ভেঙে না যায়; তখন বুঝতে হবে মাটি ভেজা।
• ভেজা মাটিতে লাঙ্গল চালাতে ২-৪ দিন অপেক্ষা করতে হবে।
• মাটির বলটি যদি সম্পূর্ণ ভেঙে যায় তাহলে চাষ দেওয়া যাবে।
• মাটি যদি চাকা বা বল কোনোটির আকারই ধারণ না করে তাহলে বৃষ্টি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
• মাটির আর্দ্রতার জন্য সেচ দিয়ে জো বা রস আনতে হবে।

Soil

উপকারিতা
• এ পরীক্ষার সাহায্যে কৃষক সঠিক সময়ে সুন্দর ও পরিপাটি করে জমি তৈরি করতে পারেন।
• যার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আয় বৃদ্ধি সম্ভব।

এসইউ/জেআইএম

আরও পড়ুন