ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

কৃষিবিষয়ক কিছু প্রশ্নোত্তর

প্রকাশিত: ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০১৭

যারা কৃষি কাজ করেন, তারা এখন অাগের তুলনায় অনেক সচেতন। তারা এখন চাষাবাদের আগে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে নেন। জেনে নেন কীভাবে চাষ করলে বা কেমন পরিচর্যা করলে ভালো ফসল পাওয়া যায়। তাই আনারস ও কাউন সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়েই আজকের আয়োজন-

আনারস
anaros
প্রশ্ন : কোন মাটি আনারস চাষের জন্য উপযোগী?
উত্তর : দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি আনারস চাষের জন্য উপযোগী।

প্রশ্ন : আনারসের চারা লাগানোর উপযুক্ত সময় কোনটি?
উত্তর : আশ্বিন মাসের মাঝামাঝি থেকে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় আনারসের চারা লাগানোর জন্য উপযুক্ত।

প্রশ্ন : আনারসে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর : আনারসে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি ও সি পাওয়া যায়।

কাউন
kaun
প্রশ্ন : কোন ধরনের মাটিতে কাউন ভালো জন্মে?
উত্তর : প্রায় সব ধরনের মাটিতেই কাউন চাষ করা যায়। পানি জমে না এরকম বেলে দো-আঁশ মাটিতে এর ফলন ভালো হয়।

প্রশ্ন : কোন সময়ে কাউন চাষ করা যায়?
উত্তর : দেশের উত্তরাঞ্চলে অগ্রহায়ণ থেকে মাঘ মাস (মধ্য নভেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি) পর্যন্ত বীজ বপন করা যায়। দেশের দক্ষিণাঞ্চলে সাধারণত অগ্রহায়ণ মাসে বীজ বপন করা হয়।

প্রশ্ন : প্রতি বিঘা জমিতে কাউন চাষের জন্য কী পরিমাণ বীজের প্রয়োজন হয়?
উত্তর : প্রতিবিঘা অর্থাৎ ৩৩ শতাংশ জমিতে চাষের জন্য ১ কেজি বীজের প্রয়োজন হয়।

এসইউ/জেআইএম

আরও পড়ুন