পান্থকুঞ্জ পার্কের জন্য গাছ উপহারের আহ্বান

এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পান্থকুঞ্জ পার্কে ১০ দিনের বৃক্ষযাত্রা এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশীয় ফলজ/বনজ/ভেষজ গাছের ৬ থেকে ৮ সপ্তাহ বয়সী সুস্থ সবল চারা উপহার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে গাছ রক্ষা আন্দোলন জানিয়েছে, ১৩ মার্চ হতে আগামী ২৩ মার্চ ২০২৫ এর ভেতর গাছের চারা দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। চারা দেওয়া যাবে কারওয়ান বাজারের পান্থকুঞ্জ উদ্যানে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রাপ্ত গাছ পরিচর্যার মাধ্যমে বর্ষা মৌসুমে রোপণের জন্য সংরক্ষণ করা হবে। গাছের তালিকা নিচে দেওয়া হলো:
ফলজ:
কাঁঠাল, আম, নারিকেল, বড়ই, আতাফল, কদবেল, বেল, বহেরা, আমলকী, হরীতকী, চাপালিশ, ডুমুর, জাম্বুরা, কামরাঙা, বিলম্বী, পেয়ারা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বনজ+ভেষজ+ফুল:
অর্জুন, নিম, অড়হড়, কৃষ্ণচূড়া, কদম, জারুল, পলাশ/মান্দার, নাগেশ্বর, করবী, কুর্চী, রাধাচূড়া, গন্ধরাজ, কাঠবেলী, বাসক, গগন শিরীষ, সোনালু
লতা+গুল্ম+ঘাস:
মাধবীলতা, কুঞ্জলতা, বাগানবিলাস, হাস্নাহেনা, কচু, মুলী বাঁশ, বুদ্ধ বাঁশ
বিজ্ঞাপন
এর বাইরে পরিচিত যে কোনো দেশি গাছ বা রোপণের পদ্ধতি/প্রস্তাবনা শুধু bdtreeprotectionmovement@gmail.com এই ঠিকানায় লিখে জানাতে পারেন। বর্ষায় একটি বিশেষ দিনে আমরা সবাই মিলে বৃক্ষ রোপণ সম্পন্ন করবো। ঢাকা শহরে মুক্ত বায়ু ও সবুজে বাঁচার জন্য আমাদের সবার প্রচেষ্টায় পান্থকুঞ্জ আবার ফুল পাখি তরুলতা মুখরিত করে তুলবো।
আরএএস/এমআরএম/জিকেএস
বিজ্ঞাপন