ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ময়মনসিংহে ভিনদেশি লিলিয়াম ফুল চাষ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছার আধপাখিয়া গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিমিয়াম ফুলের চাষ হয়েছে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসেন ফুলপ্রেমীরা। সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা বলেন, ‘সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের লিলিয়াম ফুল দেখা যায়। লিলিয়াম ফুলের বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো। দেখে মনে হয় কোনো শিল্পী রংতুলি দিয়ে ফুলের গায়ে চিত্রাঙ্কন করেছেন।’

তিনি আরও বলেন, ‘মহর আলী একজন সফল উদ্যোক্তা। তিনি পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ করে সফলতা পেয়েছেন। মহর আলীর মতো মুক্তাগাছার আরও কোনো কৃষক যদি এ ফুল চাষে আগ্রহী হন, তাহলে আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো।’

ফুল চাষি মহর আলী বলেন, ‘নেদারল্যান্ডস থেকে আসা বীজ আমার ২ একর জমিতে পরীক্ষামূলক ভাবে চাষ করি। মাত্র ৩৪ দিনেই হারভেস্টে চলে আসে। এতে আমি খুব খুশি। অল্প সময়ের মধ্যে লাভজনক ফুলের চাষ করে সফলতা পেয়েছি। আগামীতে আরও বেশি জমিতে চাষ করার ইচ্ছা আছে।’

ময়মনসিংহে ভিনদেশি লিলিয়াম ফুল চাষ

ফুল দেখতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রিয়ন্তী এবং নবম শ্রেণির শিক্ষার্থী আলমগীর বলেন, ‘এর আগে এমন ফুল কোথাও দেখিনি। এ ফুল আগে আমরা টিভিতে দেখেছি। এখন বাস্তবে দেখলাম। খুবই ভালো লেগেছে। আমাদের গ্রামে এত সুন্দর বিদেশি ফুল হবে, এটা ভাবতেও ভালো লাগছে।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন