ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

আষাঢ়ের বৃষ্টিতে মাছ ধরার আনন্দ

মামুনূর রহমান হৃদয় | প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ জুলাই ২০২৩

সকাল-সন্ধ্যা বিরতীহীন বৃষ্টি। বাইরে কাজে যাওয়ার সুযোগ নেই। কয়েকদিন ধরেই এমন ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টির সুযোগ নিচ্ছে একদল গ্রামীণ কিশোর। বৃষ্টির পানিতে মাছ ধরছে তারা। ফেসবুকে ছবিটি দেখে স্মৃতি তাড়িত হয়ে উঠলাম। মনে পড়ল ফেলে আসা অতীত। চোখে ভেসে উঠল শৈশবের দিনগুলো। ছোট্ট সেই আমি মাছ ধরে বেড়াচ্ছি!

ছোটবেলায় বর্ষায় নানাবাড়ি কতবার গিয়েছি মনে নেই। তবে মনে আছে দুরন্তপনায় মেতে থাকার কথা। স্মরণ আছে পানিতে টইটুম্বুর ধানক্ষেতে মাছ ধরার কথা। মাছ ধরা নিয়ে আমাদের কিশোরদের মধ্যে চলতো তুমুল প্রতিযোগিতা। এছাড়া বর্ষায় রাতে মাছ ধরার কথা না বললেই নয়। মানুষের উপস্থিতি টের পেয়ে মাছ পানির গভীরে চলে যাওয়ার আফসোসও ভীষণ মনে পড়ে।

সেই রঙিন শৈশব এখন নেই। কিন্তু ছোটদের দেখলে ইচ্ছে করে আবার শৈশবে ফিরে যেতে। তবে গ্রামাঞ্চলে এখনো মাছ ধরার দৃশ্যের দেখা মেলে। আষাঢ়ের বৃষ্টিতে খাল-বিলের মাছ ধরে এনে সে মাছের ঝোল খেতে কী যে স্বাদ! টাটকা মাছ বলে কথা। দেশি কৈ, পুটি, টেংরা, চিংড়ি মাছ ভাজা রীতিমতো জিভে জল নিয়ে আসতো।

আরও পড়ুন: ভারতীয় মিষ্টি আঙুর চাষে সফল লাভলী

২০১১ সালের ঘটনা। আষাঢ় মাসে নানাবাড়ি বেড়াতে গিয়েছি। আরিফ, আতিক, নাজমুল আর আমি। আমরা চার মামাতো-ফুফাতো ভাই। বৃষ্টিতে পুরো খাল-বিল , ধানক্ষেত চষে বেড়াতাম। প্রত্যেকের সাথেই থাকতো মাছ রাখার পাত্র খালুই। পাত্র না ভরা পর্যন্ত আমাদের মাছ ধরা থামতোই না। কখনো কখনো শিং মাছের কাঁটার ঘাই খেয়েছি। ঘাই খেয়ে শরীর ফুলে যেত।

শিং মাছের ঘাই খাওয়ায় অনেকবার মাছ ধরতে বারণ করেছেন নানু। কিন্তু কে শোনে কার কথা। বাড়ির সামনে ধানক্ষেত। টানা বর্ষায় পানি জমে ডোবায় রূপ নিয়েছে। উঁচু ক্ষেতগুলো থেকে নিচু ক্ষেতের দিকে পানি জমেছে। এখানেও ঠেলা জাল দিয়ে মাছ ধরেছি চার ভাই মিলে। সে সময় বর্ষার মাছ নিয়ে আমার কৌতূহলের শেষ ছিল না। হঠাৎ বৃষ্টিতে কোথা থেকে আসে এত মাছ! এমন প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়।

নানা পদের মাছ ধরার পাশাপাশি বাঁশের ভেলায় চরার নেশাও ছিল চরম। সবাই মিলে বাঁশের ভেলা, কলাগাছের ভেলা বানিয়ে ঘুরব, আনন্দ করব। এটাই ছিল আমার শৈশবের আনন্দ। তখন না ছিল পড়াশোনার চিন্তা, না ছিল বাড়ি ফেরার তারা।

আরও পড়ুন: লিচু চাষে সফল কৃষি উদ্যোক্তা আফ্রাহিম বাদশা

বর্ষায় অনেকদিন নানাবাড়ি যাই না। যেই খালে মাছ ধরেছি, বাঁশের ভেলা বানিয়ে ঘুরেছি; সেটি এখন মৃত। তবে হারানো শৈশব বলে কথা। মনে তো পড়েই। বর্ষা এলেই ফিরতে ইচ্ছে হয় সেই ধানক্ষেতে, খাল-বিলে। যেখানে কাটিয়েছি নিজের সেরা সময়।

এসইউ/এএসএম

আরও পড়ুন