ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

সিলভার কার্প মাছের ক্ষতরোগ দূর করার উপায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ১১ জুন ২০২২

মাছ চাষ বর্তমানে বেশ লাভজনক পেশা। অনেকেই এখন আর্থিক স্বচ্ছলতার জন্য মাছ চাষে ঝুঁকছেন। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে সিলভার কার্প চাষ করে কম সময়ে বেশি লাভবান হওয়া যায়। কারণ এ মাছ দ্রুত বৃদ্ধি পায়।

তবে সিলভার কার্প মাছ থেকে বেশি লাভবান হতে হলে কিছু বিষয়ে নজর দিতে হবে। যেমন এ মাছ বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এ থেকে মাছকে কিভাবে রক্ষা করবেন তা জেনে নিতে হবে।

বেশির ভাগ সময়ে সিলভার কার্প মাছ পাখনা পচা, ক্ষতরোগসহ ছত্রাক ও ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এতে অনেক মাছ মারা যায়। তাছাড়া আক্রান্ত মাছ বিক্রি করতে সমস্যা হয়। এবার জেনে নিন ক্ষতরোগে সিলভার কার্প মাছ আক্রান্ত হলে যেভাবে দূর করবেন।

সিলভার কার্প মাছ ক্ষতরোগে বেশি আক্রন্ত হয়। উপকূলীয় অঞ্চলে মাছ চাষের পুকুর বন্যায় প্লাবিত হলে ক্লোরাইডের অস্বাভাবিক বৃদ্ধির (৩০ পিপিএম এর অধিক) ফলে কেবল মাত্র সিলভার কার্প মাছে দ্রুত ক্ষতরোগ দেখা দেয়।

এতে আক্রান্ত পুকুরে তিন ভাগের দুই ভাগ পানি পরিবর্তন করতে হবে। প্রতি শতাংশ জলাশয়ে ৩ থেকে ৪টি হারে চালতা ছেঁচে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে।

চালতা প্রয়োগের ফলে ক্ষতরোগ আক্রান্ত সিলভার কার্প দ্রুত আরোগ্য লাভ করে। সেই সঙ্গে পুকুরকে বন্যামুক্ত রাখতে হবে।

তথ্য সূত্র: কৃষি তথ্য সার্ভিস

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন