ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

হাওরের ধান কাটা শেষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৭ মে ২০২১

হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এদিকে সারাদেশে প্রায় এক-তৃতীয়াংশ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সংশ্লিষ্টরা বলছেন, হিটশকে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে ভালো ফলন পাওয়ায় কৃষকরা খুশি। এবার ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ৮০০ থেকে ৯৫০ টাকা মণ দরে ধান বিক্রির তথ্য পাওয়া গেছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ বলেন, এখন পর্যন্ত ধানের ফলন খুব ভালো হয়েছে। মাঠে শ্রমিক সংকট নেই। ধান কাটার জন্যে আধুনিক যন্ত্র হারভেস্টার দেয়া হয়েছে। হাওরে ধান কাটা শেষ হয়েছে। এ বছর রোদ থাকায় বোরো ধানের জন্য আরও ভালো হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের তথ্য অনুযায়ী, হাওরের সাত জেলায় নয় লাখ ৪৬ হাজার ৫৩৪ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে বোরোর আবাদ হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ২৩ হেক্টর জমিতে।

অন্যদিকে সারাদেশে এবার বোরোর আবাদ হয়েছে ৪৮ লাখ ৫ হাজার ২০০ হেক্টর জমিতে।

এনএইচ/এআরএ/জেআইএম