ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ভুট্টা ক্ষেতে ব্যাপকহারে পোকার আক্রমণ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০

যতদূর চোখ যায় শুধুই ভুট্টার সবুজ খেত। প্রতিবারের মতো এবারও চুয়াডাঙ্গায় উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টার আবাদ করেছেন কৃষকরা। তবে, বিগত বছরগুলোর তুলনায় এবার ব্যাপকহারে বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্মের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন ভুট্টা চাষিরা। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে কৃষি বিভাগের কাছে ছুটছেন কৃষকরা।

বিশেষজ্ঞরা এ আক্রমণকে ব্যাপক বলে আখ্যা দিলেও স্থানীয় কৃষি বিভাগ বলছে সহনীয়। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ফল আর্মিওয়ার্ম পোকার তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হবেন না কৃষকরা বলে মনে করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এবছর চুয়াডাঙ্গা জেলায় ৪৮ হাজার ৫শ হেক্টর জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। ইতোমধ্যে জেলার চার উপজেলায় ৩৭ হাজার ৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষকরা।

আগাম আমন জাতের ধান কাটার পর ওই জমিতে ভুট্টার আবাদ করছেন চাষিরা। বিগত এক দশক ভুট্টার আবাদে দেশের শীর্ষে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। কিন্তু কৃষকের হাসি ম্লান করে দিয়েছে ভুট্টাখেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ। ২০১৮ সালের নভেম্বরে প্রথম চুয়াডাঙ্গা জেলার কয়েকটি এলাকায় ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়। চুয়াডাঙ্গা জেলার অবস্থান সীমান্তবর্তী হওয়ায় পার্শ্ববর্তী ভারত থেকে এ পোকা এ এলাকায় এসেছে বলে মনে করেছে কৃষি বিভাগ।

এ বছর আক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা। এদিকে, ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ ঠেকাতে একটু আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)। বিধ্বংসী পোকার আক্রমণ রোধ ও ভুট্টার উৎপাদন বাড়াতে গত বছরের মতো এবারও মাঠ পর্যায়ের কৃষি কর্মকতাদের প্রশিক্ষণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গত ২২ নভেম্বর চুয়াডাঙ্গার একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা।

Chuadangha-(2).jpg

৪ দিনব্যাপী প্রশিক্ষণে দুটি ব্যাচে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলার ৫৫ জন নারী উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশ নিয়েছেন মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতীয় দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর।

আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের কৃষি উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির প্লান্ট প্রোটেকশন উইং এর কীটতত্ত্ববিদ জহিরুল হক, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের কনসালটেন্ট প্রখ্যাত কীটতত্ত্ববিদ ড. সৈয়দ নুরুল আলম ও খুলনা অঞ্চলের কো-অর্ডিনেটর ড.খন্দকার শফিকুল ইসলাম।

মূলত আক্রান্ত এলাকার কৃষকদের সচেতন করতেই ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের কনসালটেন্ট প্রখ্যাত কীটতত্ত্ববিদ ড. সৈয়দ নুরুল আলম জানান, ২০১৮ সালের নভেম্বরে প্রথম চুয়াডাঙ্গা জেলার কয়েকটি এলাকায় ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দেয়। বিষয়টি বিশেষজ্ঞদের নজরে আসলে গত বছর প্রথম চুয়াডাঙ্গায় স্থানীয় কৃষক ও বিভাগীয় কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট।

এবারও গত ২২ নভেম্বর নারী কৃষি কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা শ্রেণিকক্ষে বিষয়ভিত্তিক জ্ঞান লাভের পাশাপাশি সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মাঠে গিয়ে সরাসরি ব্যবহারিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। মাঠে প্রশিক্ষণ নেয়ার সময় কথা হয় মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা চায়না পারভিন ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমনা আক্তার স্মৃতির সাথে।

তারা জানান, ফল আর্মিওয়ার্ম পোকা সম্পর্কে তেমন ধারণা ছিল না। প্রশিক্ষণে ফল আর্মিওয়ার্ম পোকা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছেন তারা।প্রশিক্ষণের পর নিজ নিজ এলাকার কৃষকদের ওই পোকার বংশবিস্তার ও দমন সম্পর্কে ধারণা দেবেন কৃষি কর্মকর্তারা। ভুট্টার উৎপাদন বাড়াতে প্রশিক্ষণটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান জানান, গত কয়েক বছর থেকে ভুট্টাখেতে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা যাচ্ছে। কিন্তু এতে উৎপাদন খুব একটা ব্যাহত হয়নি। বিগত কয়েক বছর থেকে ভুট্টা আবাদে দেশের শীর্ষে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। এবারও ভুট্টা আবাদে দেশের শীর্ষ অবস্থানে থাকবে চুয়াডাঙ্গা বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, শীতে তাপমাত্রা কমে গেলে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ তুলনামূলক হারে কমে যাবে। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র ও কৃষি বিভাগ যৌথভাবে ফল আর্মিওয়ার্ম দমনে কাজ করে যাচ্ছে।

সালাউদ্দীন কাজল/এমএমএফ/এমএস

আরও পড়ুন