যেভাবে আম ও লিচুর ফলঝরা রোধ করবেন
এখন আম-লিচুর মৌসুম। এসময় আম ও লিচু গাছে নানাবিধ সমস্যা দেখা যেতে পারে। এর মধ্যে ফলঝরা রোগটি বিশেষভাবে উল্লেখযোগ্য। চাষিরা আম ও লিচুর ফলঝরা সমস্যা নিয়ে অনেক চিন্তায় থাকেন। তবে ফলঝরা রোধে কিছু করণীয় রয়েছে। আসুন জেনে নেই কী করতে হবে ফলঝরা রোধ করতে-
১. বর্ষার শুরুতে বা শেষে প্রতিটি গাছের গোড়ার মাটি ভালোভাবে খুড়ে বয়সভেদে সার দিতে হবে।
২. দুপুর বেলা (সূর্য ঠিক মাথার উপর) গাছের নিচে যতটুকু ছায়া পড়ে ততটুকু জায়গায় সার দেবেন।
> আরও পড়ুন- বাঙ্গি চাষ করে স্বাবলম্বী চাষিরা
৩. ফলঝরা রোগে আক্রান্ত আম ও লিচু গাছের গোড়ায় অবশ্যই বোরণ প্রয়োগ করতে হবে।
৪. ফল যখন মোটর দানার মতো থাকে; তখন মাটিতে রস না থাকলে সেচের ব্যবস্থা করতে হবে।
৫. প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে ৫-৭ দিন পর পর ২-৩ বার বোরণ স্প্রে করতে হবে।
৬. একই হারে যে কোনো ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
৭. মাছিপোকার আক্রমণে ফল ঝরে গেলে প্রতি বিঘার জন্য ১০-১২টি সেক্স ফেরোমন ব্যবহার করবেন।
৮. কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগের ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে।
এসইউ/পিআর