ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ঈদের গরুর যত্ন নেবেন যেভাবে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ জুন ২০১৮

ঈদের আর বেশি বাকি নেই। শনি বা রোববার হতে পারে ঈদ। ঈদের প্রস্তুতি হিসেবে অনেকেই গরু কিনে ফেলেছেন। ঈদের দিন সকালে গরু জবাই করে কাটতে হবে। কিন্তু এ কয়দিন তো গরুটার যত্ন নিতে হবে। এ ক্ষেত্রে আপনি গরুর খামারি না-ও হতে পারেন। তবুও তো গরুটার দেখভাল করতে হবে। তাই আসুন জেনে নেই সহজ কিছু টিপস-

যা করবেন
১. সামর্থ অনুযায়ী সুস্থ-সবল গরু কিনে আনবেন।
২. যথাসম্ভব শান্ত-শিষ্ট গরু কিনলে আরো ভালো।
৩. গরুর জন্য বাড়িতে অস্থায়ী স্থান নির্ধারণ করুন।
৪. গরু রাখার স্থানটি যেন শুষ্ক হয়।

cow-in

৫. সকাল-দুপুর-সন্ধ্যায় প্রয়োজন অনুসারে খাবার দিন।
৬. দুপুরে ভালোভাবে গোসল করাবেন।
৭. দিনের বেলা খোলা জায়গায় বেঁধে রাখুন।
৮. রাত হলে গরুর নিরাপত্তা নিশ্চিত করুন।
৯. খৈল, ভুষি, তুষ, কুড়া, লবণ, ভাতের মার পানিতে মিশিয়ে খেতে দিন।
১০. সম্ভব হলে মাঠে নিয়ে কচি ঘাস খাওয়াতে পারেন।
১১. মাঠে নেওয়া সম্ভব না হলে বাজার থেকে ঘাস কিনে আনতে পারেন।
১২. চোরের উপদ্রব থাকলে রাতে সতর্ক থাকুন।

এসইউ/জেআইএম

আরও পড়ুন