ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

জ্যৈষ্ঠ মাসে পাটের যত্নে করণীয়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৯ মে ২০১৮

চলছে জ্যৈষ্ঠ মাস। জমিতে চলছে পাটের বাড়ন্ত সময়। এ সময়ে সঠিক পরিচর্যা করলে পাট চাষে সফল হতে পারেন চাষিরা। আসুন জেনে নেই পাটের যত্নে আমাদের করণীয় কী-

১. আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে পাতলা করা, সেচ- এসব কাজ যথাযথভাবে করতে হবে।
২. ফাল্গুনি তোষা জাতের জন্য হেক্টরপ্রতি ১০০ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
৩. মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে।
৪. বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে।

jute-cover

৫. নিড়ানির সময় তোলা অতিরিক্ত পাটের চারা ফেলে না দিয়ে শাক হিসেবে ব্যবহার করা যায়।
৬. এ মাসে পাটের বিছাপোকা এবং ঘোড়াপোকা আক্রমণ করে থাকে।
৭. বিছাপোকা দলবদ্ধভাবে পাতা ও ডগা খায়, ঘোড়াপোকা কচিপাতা ও ডগা খেয়ে পাটের ক্ষতি করে।
৮. আক্রমণ রোধ করতে ডিমের গাদা এবং পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।
৯. জমিতে ডালপালা পুতে দিলে পোকা খাদক পাখি এসব পোকা খেয়ে দারুণ উপকার করে।
১০. আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।

এসইউ/এমএস

আরও পড়ুন