ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

চাকরি ছেড়ে কোয়েলেই সফলতা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ৩০ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আবদুর রহমান। এরপর চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এক সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। পরে সাহস করে চাকরি ছেড়ে দেন। শুরু করেন কোয়েলের খামার। তাতেই তিনি সফল হয়েছেন।

জানা যায়, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনার সিকদারপাড়ার ছেলে আবদুর রহমান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চুনতি ইউনিয়নের সিরাত মাঠসংলগ্ন স্থানে গড়ে তোলেন ‘এআরবি কোয়েল ফার্ম’। বগুড়া ও নওগাঁ গিয়ে বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করে অভিজ্ঞতা নিয়ে কাজে হাত দেন।

আবদুর রহমান জানান, সাত লাখ টাকা মূলধন নিয়ে শুরু করেন। প্রতি মাসে ১৪ হাজার টাকায় ২০ শতক জায়গা ভাড়া নেন। খামারের জন্য কেনেন দুটি জেনারেটর, ইনকিউবেটর মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি। ইন্টারনেট ও পত্রিকায় ছাপানো বিভিন্ন খামারের সফলতার গল্প পড়েই উদ্বুদ্ধ হন তিনি।

তিনি জানান, প্রতিটি কোয়েল ৩২ টাকায় বিক্রি করেন। প্রতি মাসে গড়ে ১৫-১৭ হাজার কোয়েল বিক্রি করেন। তার খামারের কোয়েল বটতলী, চুনতি, কেরানীহাট, চকরিয়া, কক্সবাজার ও চট্টগ্রাম শহরেও বিক্রি হয়। খরচ বাদে প্রতি মাসে তার আয় ৩০ হাজার টাকা।

এসইউ/জেআইএম

আরও পড়ুন