ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

‘জাতীয় সবজি মেলা’ শুরু রোববার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮

‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’ এ প্রতিপাদ্যে আগামীকাল (রোববার) রাজধানীতে শুরু হবে তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা- ২০১৮’।

কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। রোববার সকাল সাড়ে ৯টায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এ মেলা উদ্বোধন করবেন ।

তিনি জানান, মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরবে। যা নতুন নতুন সবজি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলা উপলক্ষ্যে কেআইবি অডিটরিয়ামে ‘পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে বছরব্যাপী নিরাপদ সবজি চাষ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ্ ।

এফএইচএস/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন