ভিডিও EN
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

বাগান-কৃষির সমস্যা সমাধানে শেকৃবির ‘৯০ মিনিট স্কুল’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেকৃবি | প্রকাশিত: ১১:০১ এএম, ০৯ জানুয়ারি ২০১৮

শহরাঞ্চলে ‘ছাদ বাগান’ কর্মসূচি ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। কিন্তু এই বাগান করতে গিয়ে অনেকেই আবার বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন- গাছে পোকামাকড়ের আক্রমণ, গাছ মরে যাওয়া, আশানুরূপ উৎপাদন না হওয়া ইত্যাদি।

এ জাতীয় সমস্যার সমাধানে এগিয়ে এসেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। উদ্যান তত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিনের উদ্যোগে চালু করা হয়েছে '৯০ মিনিট স্কুল' নামে বিশেষ সেবা।

এ কার্যক্রমের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে প্রশ্ন ও উত্তর পর্বের। প্রতি শুক্রবার শেকৃবির কৃষি অনুষদে সকাল ১০টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত (৯০ মিনিট) চলবে এ প্রশ্ন ও উত্তর পর্ব।

এ সময় বাগান মালিকরা তাদের সমস্যার কথা জানাবেন এবং অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন সেসব সমস্যা সমাধানে পরামর্শ দেবেন।

এ ব্যাপারে তিনি জাগো নিউজকে বলেন, ‘ইন্টারনেটে আমরা ‘গ্রিন বাংলাদেশ’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমেও এ সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য’।

তিনি আরও বলেন, ‘বাগান করার পর উচ্ছিষ্ট বা অবশিষ্ট গাছের চারা ফেলে না দিয়ে অপরকে উপহার হিসেবে দেয়ার জন্যও আমরা উৎসাহ দিতে ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি’।

এমআরকে/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন