আমজাদ হোসেন সোহেলের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

এই পথ

এই সেই পথ, সেই চিরচেনা—
ছিল সবুজের শ্যামলিমা।
যদ্দুর হেঁটেছি, হইনি কো ক্লান্ত,
ছুটেছি কত দিগ্দিগন্ত।
দু’ধারে প্রাণবন্ত কত অজস্র তরু,
আঁকাবাঁকা এ পথ, কিছুদূর সরু।
পাখির কণ্ঠে কত মধুর গান,
রাখালির সুরেলা বীণার তান।
কত সুন্দর, দু’ধারে কত অরণ্য,
পাকা ধানে মায়াবী হলুদ লাবণ্য।
কত ছবি এঁকেছি প্রভাত-সাঁঝেতে,
হেঁটে হেঁটে একটু জিরিয়ে যেতে পথে।
সাক্ষী এ পথেরই অজস্র ধূলা,
পথ হারিয়েছে কত পথ-ভোলা।
অজানা পথিকের কত পদচিহ্ন,
দেখেছি কত অশ্রু, কত বেদনার বর্ণ।
নবোঢ়ার কত অপেক্ষা চাহনিতে,
বাপের বাড়ির স্বজন আসবে এ পথে।
কতকাল গত হলো, শতকাল হলো বিলীন,
স্মৃতির পাতায় এ পথ সতেজ, চির অমলিন।

****

তোমার অপেক্ষায়

আজও চেয়ে থাকি, আমি এক চাতক পাখি—
বেলা-অবেলায়, শত অনিশ্চয়তায়—অন্তিম আশায়,
শত বিষণ্নতা আর অনিঃশেষ শূন্যতায়।
পাওয়া না-পাওয়ার খাতায় হিসেব না দেখি,
আজ বিচ্ছেদের অবসাদে, হারিয়ে যেতে মন বাঁধে।
না পাওয়ার বেদনায় আজও খুঁজি তোমায়:
রোজ বিরহের প্রলাপে, হয়তো আত্মার আলাপে,
খরতাপ চৈত্রের দ্রোহে, নয়তো নৈকট্যের মোহে,
রিক্ত-শীতের শীর্ণতায় কিংবা হলুদ ঝরা পাতায়,
শ্রাবণের বাদলে, গুমোটে কিংবা স্নিগ্ধ নীলিমায়।
আবার কি হবে দেখা, হে মোর প্রিয় সখা?
কালের ভাসমান খেয়ায় হঠাৎ আতিথ্যে আসা দেওয়ায়।
নিশীথ রাতের স্বপনে নয়তো কাক-ডাকা বিহনে?
গোধূলির সন্ধিক্ষণে তোমাতেই চেয়ে থাকি অতৃপ্ত মনে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।