বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন ৭ জন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালের বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ); রিচার্ড এম ইটন (ইতিহাস); অধ্যাপক ডা. সায়েবা আখতার (চিকিৎসা বিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় সাম্মানিক ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হবে।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।