বিজয়ের কবিতা ও ছড়া পাঠে বিজয়ী ৫ জন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

‘সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা ও ছড়া পাঠ’ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে পুরস্কার দিয়েছে জাতীয় সাংস্কৃতিকধারা। ১৭ ডিসেম্বর বিকেলে ‘বিজয় আসে সাহস-সততা-নীতিতে, বিজয় আসে সংগ্রাম আর ধর্ম-দেশের প্রীতিতে’ স্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মফস্বল বার্তা সম্পাদক কবি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কবি রুহুল ইসলাম টিপু, কবি সাইফুল ইসলাম চৌধুরী, কবি বশির উদ্দিন, কবি বিমল সাহা এবং সাংবাদিক এসএন রুমা।

প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক মোমিন মেহেদীর সঞ্চালনায় জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক শান্তা ফারজানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কাশফিয়া নাহিয়ান। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন আবু বকর সিদ্দীক এবং তাসলিমা আক্তার। যৌথভাবে তৃতীয় হয়েছেন জিকরুল ইসলাম ও মাহফুজ ইকরাম।

সাউন্ডবাংলার সহকারী পরিচালক আলেয়া বেগম জানান, প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা ২০০৪ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় পথশিশুদের জন্য শিক্ষা, কবি-সাহিত্যিকদের জন্য সাহিত্য-সাংস্কৃতিক আয়োজনসহ অলাভজনক বহুমুখী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।