নবনিতা দাস রাখির কবিতা: বিজয় দিবস

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

আজকের দিনটি রক্তে রাঙানো,
শহীদের রক্তে সিক্ত মাটি, সোনালি গাঁথা,
হাজারো প্রাণের বলিদানে
স্বাধীনতার স্বপ্নে রাঙা।

বিজয় দিবস, এক গর্বের দিন,
বিধাতার আশীর্বাদে জয়ফুল ফোটে,
বাংলার আকাশে, বাংলার মাটিতে,
স্বাধীনতা রঙে রাঙানো প্রভাত আসে।

তবে বিজয় শুধু সুখের স্মৃতি নয়,
এটি সংগ্রামের অম্লান গল্প,
হাজারো জীবন, লড়াই, দুঃখের নিঃশ্বাস,
শত্রু নিঃশেষিত, এক নতুন পৃথিবী শুরু।

শহীদের হাসিমুখ দেখি আজ,
তাদের রক্তে সিক্ত, জয়ী বিজয়,
তারা জানে না, এই স্বাধীনতা,
যাদের ত্যাগে পেয়েছি আমরা আজ।

বিজয়ের দিন, বিজয়ের রূপ,
আশা ও শক্তির আলো জ্বালায়,
এই দিনে আমি সঞ্চয় করি,
দেশমাতার প্রতি অশেষ ভালোবাসা।

বিজয় দিবস, এক রক্তিম প্রভাত,
শহীদের আত্মত্যাগে সিক্ত এই ভূখণ্ড।
স্বাধীনতার গান ভাসে বাতাসে,
আজকের দিনটাতে সজীব কাঁপে হৃদয়।

রক্তাক্ত দিন, রাতের বেদনাময় সুর,
মা-বোনের কান্না, বাবার নিঃশব্দ চিৎকার,
তবুও তারা ছিলেন অটুট, দৃঢ় বিশ্বাসে,
স্বাধীনতার স্বপ্নে, মৃত্যুকে হারিয়ে।

আজও মনে পড়ে সেই স্নিগ্ধ সকাল,
যেদিন সবার মুখে ছিল এক নতুন আশা,
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে,
বাংলাদেশ স্বাধীনতা পায় সেই মহান দিনে।

আজকের দিন, বিজয়ের দিবস,
আমরা চলব, এক নতুন পথে,
জাতি গড়ার শপথ নেব আজ,
বাংলার মাটি হবে বিশ্বে উজ্জ্বল।

– অনুভূতিতে, স্বাধীনতার অঙ্গীকার

লেখক: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।