সিবগাতুর রহমানের দুটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

চেতনার রংতুলি

আমার ভাই-পিতা-পিতামহ
এদেশ করেছে জয়,
এ দেশের মাটি আপন করে
জীবন করেছে ক্ষয়।
আমরা তাদেরই সন্তান হয়ে
কেমনে সইবো হায়,
যখনই দেখি আমার দেশের
পতাকার মান যায়!

দেশের তরে দিয়েছিল মান
আমাদের মা-বোন,
স্বাধীনতা আর পতাকা চাই
ছিল এক প্রাণ-মন।
আমরা তাদেরই সন্তান হয়ে
কেমনে তা ভুলে যাই,
লাল-সবুজের চেতনা রেখে
ভিনদেশি গান গাই?

পিতা-মাতা সহোদরের রক্তে
রাঙানো যাদের হাত,
লুণ্ঠন করে যারা কেড়েছিল
আমার মুখের ভাত।
পিশাচদের ওই রাক্ষুসী রূপ
কেমন করে ভুলি,
সেই সে স্মৃতি হৃদয়ে আঁকে
চেতনার রংতুলি।

*****

তাওয়াক্কুল আল্লাহ

নিরাশ হয়ো না ভাই-বন্ধু
যত আছো মু’মিনীন,
জানো নাকি তুমি ইন্নাল্লাহা
মা আস্‌সাবিরীন।
যায় যদিও-বা ধন মান জান
রাখিও মনোবল,
তিনিই কাফি এরূপ আস্থা
থাক মনে অবিচল।

পাহাড় সমান বিপদ দেখে
হয়ো না দিশাহীন,
আল হাফিজু কুরসি ’পরে
রয়েছেন সমাসীন।
তোমার ধনে অপরের হক
সানন্দে করো দান,
আল্লাহর পথে নিজেরে সপে
হও গো মহিয়ান।

তাঁর স্মরণে ধৈর্যের সাথে
চাও তাঁর সাহারা,
মহাসংকটে তিনি যে তোমারে
দেবেন পাহারা।
ইস্তাইনু বিস্‌সাবরি ওয়াস্‌সালাত
হে মু’মিনীন,
ওয়ালা তাহজানু, ইন্নাল্লাহা
মা আস্‌সাবিরীন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।