চাঁদের আলোয় তোতলামি এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২১ নভেম্বর ২০২৪

চাঁদের আলোয় তোতলামি

ওই যে দূরের পাহাড়, কার্তিকের চাঁদ
নীল প্রসারিত, সীমাহীন নীল
ঝরনার আলো, সবুজের ঢেউ
তোমার চুলের গন্ধ ভাসে
উপত্যকায়

চাঁদের আলোয় তোতলামি আসে আমার

****

দুপুর বনাম অন্ধকার

আমি দুপুরের দিকে তাকিয়ে থাকি
দেখি তার তেজ
তার অবহেলা, নিষ্ঠুরতা, ক্রোধ, আমিত্ব
দেখতে দেখতে হয়ে যায় বিকেল
তেজ মাড়িয়ে অন্ধকার
আরও গভীর অন্ধকার

আবার যখন অন্ধকারের দিকে তাকাই
দেখি তার নীরবতা, অসহায়ত্ব, একাকিত্ব
তাকিয়ে থাকতে থাকতে
হয়ে যায় ভোর, সোনালি আলো
ওপারেই খোলা বিপুল সম্ভাবনার দুয়ার

****

দোয়েলের ওড়াউড়ি

দোয়েল উড়ছে আগানে বাগানে
সুন্দর মনোরম, মোলায়েম শিস
দোয়েলের ওজন একটু বেশিই
তাই উড়তে কষ্ট হচ্ছে মনে করলেন প্রভু

অবশেষে, ওজন হালকা করতে পালক ছেটে দিলো
হারিয়ে গেল ভারসাম্য

দোয়েল তো এখন অসহায়

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।