ভাগ-বাটোয়ারা

অধ্যাপক ড. আলীনূর রহমান
অধ্যাপক ড. আলীনূর রহমান অধ্যাপক ড. আলীনূর রহমান , ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৩ অক্টোবর ২০২৪
অধ্যাপক ড. আলীনূর রহমান/ফাইল ছবি

চলছে ইবির প্রশাসনে পদ-পদবি
ফোরামভিত্তিক ভাগ-বাটোয়ারা,
কেউ বলছে সংখ্যায় আমরা বেশি
ওই পদটি কে দাবিদার আমরা ছাড়া?

কেউ বলছে যাতনা সয়ে বেঁচে আছি
বিশ বছরে পাইনি কোনো পদ-পজিশন,
এখন পদের আশায় দৌড়াতে গিয়ে
বেড়ে যাচ্ছে প্রেশার আর টেনশন!

কেউ বলছে ফোরাম নয় যোগ্যতা
যেন পদ-পদবি বণ্টনে মাপকাঠি হয়,
বেখেয়ালে করি না যেন কারো হক নষ্ট
হাশরের শেষ বিচারকে সবে করি ভয়!

প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রশাসন
যদি থাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে,
শিক্ষার্থীদের টেনশন পাবে হ্রাস
প্রশাসন এগিয়ে যাবে অনায়াসে।

আদ্যোপান্ত ভেবে-চিন্তে সিদ্ধান্ত হবে
কারো পরামর্শেই হঠাৎ করে নয়,
যেন প্রভাতকালেই অদল-বদলের
হোঁচট খেয়ে বদহজম না হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
মূল স্পিরিটকে রাখতে হবে ধরে,
কখনো কিন্তু সরে যাওয়া যাবে না
শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।