রক্তাক্ত জুলাই-আগস্টের কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা: ৩ কিংবা ৪ আগস্ট ২০২৪

রক্তাক্ত জুলাইয়ে শুরু রক্তখেলা
বুলেটের সামনে লাঠি
হায়েনা-বাহিনীর সামনে দাঁড়ায় পতাকা–লাল-সবুজ
অবিবেক আর ক্ষমতার কুয়াশায় ঢাকা
যেন ব্লাডস্টেশন, না-না যেন রক্তভাগাড়
রোড ডিভাইডারে রক্তদাগ
অলিগলিতে খুলি, বিচ্ছিন্ন হাত, ছুটে-যাওয়া পা, ছেঁড়া-খোঁড়া শরীর

ছোপ-ছোপ রক্ত, চোখ, রক্তাক্ত-ঘর্মাক্ত পরিধেয়
শিশুর কিশোরের কিশোরীর শান্তিকামীদের

কিংবা নিরীহদের–যারা কিছুই বোঝে না তাদের
রক্তগুলোর অনেক রং আমরা দেখেছি
লাল নীল সাদা কালো...

কাদের হাতে এ-রক্তভাগাড়?–পুলিশ আর স্বৈরাচারের!

****

অভিজাতও বোবা হয়ে গেছে

একজন মা এসেছেন খালি বুকে
রক্ত-বুলেট চোখে নিয়ে
কাঁখের শিশুর বড়-গোল চোখে
বিপুল বিস্ময়
মায়ের হাত-ধরে-থাকা কিশোরীর মুখে কয়েকটি শব্দ
ভাই, পুলিশ, খুন...

কী চায় তিনজন, বলতে পারে না!
অভিজাতও কি বোবা হয়ে গেছে?

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।