ওয়ালিদ জামানের কবিতা: তুই শূন্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪

আমার হয়েও আমার না তুই,
কল্পনাতে রোজ রাতে ছুঁই।
দুঃখ বিলাস জমছে বুকে,
তুই কি ভাবিস আছি সুখে?

সত্যি ভালোবেসেছিলিস,
বুকের মাঝে রেখেছিলিস?
আমার দারুণ অবহেলায়,
নীরব ছিলি সেই অবেলায়!

থামার হয়েও থামার না তুই,
বাসতে ভালো আর দিলি কই?
মেঘে আকাশ যাচ্ছে ঢেকে,
যাসনে ফেলে আমায় রেখে!

মিথ্যে সেদিন বলেছিলিস,
আমায় ছুঁড়ে ফেলেছিলিস।
শূন্য করার নিঠুর খেলা,
যায় না ভোলা যায় না ভোলা!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।