মো. মাহবুবুর রহমানের কবিতা: রঙিন মলাট

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১১ আগস্ট ২০২৪

বইয়ের বাহারি রঙিন মলাট নয়
মলাটে চেপে রাখা সাদা-কালোয়
লেখাগুলো আমি পড়তে চাই—
আমি বুঝতে চাই প্রতিটি লাইন,
লাইনে সাজানো প্রতিটি শব্দ।

রঙিন লেখার দু'একটি শব্দে নয়
তৃপ্ত হতে চাই কালো অক্ষরে লেখা
অগণিত শব্দমালা ছুঁয়ে ছুঁয়ে,
শান্ত হতে চাই তারই কাব্যরসে
পা পিছলে খাদে পড়ে গিয়ে,
বেঁচে ফিরতে চাই কোনো রকম,
কোনোমতে মরে যেতে যেতে।

বিজ্ঞাপন

মলাটের ওপরে আঁকা ছবিটা নয়
আমি দেখতে চাই কোন ছবিটা
মলাটের ভারে চেপে রাখা আছে,
দেখতে চাই ভেতরের ছবিটাও
মলাটের মতই বাহারি রঙিন,
নাকি ধূসর, নাকি সাদা-কালো!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।