ওয়ালিদ জামানের কবিতা

বৃষ্টিবিলাসী মেয়ে এবং হৈমন্তী

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৮ জুলাই ২০২৪

বৃষ্টিবিলাসী মেয়ে

আকাশটা কি আজ দেখেছো চেয়ে
ওগো আনমনা বৃষ্টিবিলাসী মেয়ে
রোদের সাথে মেঘের খেলা অপেক্ষাতে আছি
বৃষ্টি হলেই আকাশ হবে তোমার কাছাকাছি!

মেঘের কাছে বলতে পারো না-বলা সব কথা
বৃষ্টি হয়ে ঝরবে তাতে মন বিষাদের ব্যথা
সকাল-সাঝে আকাশ মাঝে মেঘের আনাগোনা
সব ভুলে কি বৃষ্টি দেখার করবে বাহানা!

বিকেল কাটুক কাব্যে-গল্পে বইয়ে
সন্ধ্যে নামুক ধোঁয়া ওঠা চায়ে
অল্প আলোয় গল্প শোনা হোক না আঁধার রাতে
চোখের জলে কাজল মুছুক বৃষ্টি ভেজা হাতে!

মেঘের সাথে দূর আকাশে হারানো সব তারা
পায়নি খুঁজে তোমার মতো বৃষ্টিপ্রেমী যারা
তবুও খুঁজি আমিও রোজই একই পথে দু’জন
বৃষ্টিবিলাস দেখার বলো মিলবে তোমার ক’জন!

****

হৈমন্তী

তুমি ঘরকুনো আর বইপড়াদের দলে
তাই তো তোমায় ডাকি আমি হৈমন্তী বলে
সবাই যখন টিকটকে, কাটায় ফেসবুকে
তুমি কেন বই হাতে ডুব দিয়েছো এ বুকে!

তুমি চুপ থাকা আর খুব বোকাদের দলে
তাই তো তোমায় ডাকি আমি হৈমন্তী বলে
সবার যখন সব লাগে, অর্থকড়ি ভাল্লাগে
তুমি কেন চুপ হয়েছো ভালোবাসার তল্লাটে!

তুমি মুখঢাকা আর চোখ লুকানোর দলে
তাই তো তোমায় ডাকি আমি হৈমন্তী বলে
সবার যখন বিশাল চাওয়ার পাহাড়
তোমার তখন খুব অনীহা নেওয়ার!

তুমি অভিমানীর মান না-ভাঙার দলে
তাই তো তোমায় ডাকি আমি হৈমন্তী বলে
সবাই যখন আনমনে হারিয়ে যাওয়া দিন গোনে
তুমি কেন ভালোবাসার স্বপ্ন তখন যাও বুনে!

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।