কথাসাহিত্যিক জাহানারা নওশীন মারা গেছেন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৩ জুলাই ২০২৪

কথাসাহিত্যিক জাহানারা নওশীন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩ জুলাই ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

তাঁর মৃত্যুর খবরটি ফেসবুক স্টাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ঝর্ণা রহমান। তিনি জানান, ‘তাঁর ছোট ভাই কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বড় বোনের সাহিত্য প্রতিভাকে উচ্চ মূল্যায়ন করতেন।’

জাহানারা নওশিনের দশটি বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম প্রকাশিত বই ‘বৃক্ষে বৃক্ষে বিষকরবী’। দুটি উপন্যাস, তিনটি গল্পগ্রন্থ, একটি গবেষণা, একটি কিশোরগ্রন্থ, একটি শিশুতোষ এবং একটি কলাম সংকলন প্রকাশিত হয়েছে।

তিনি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বড় বোন। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ২০১৪ সালে ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২১’ পেয়েছেন।

জাহানারা নওশিন বর্ধমান জেলার যবগ্রামে ১৩৪০ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সারাজীবন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এই কথাসাহিত্যিক।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।