নাহার কবিরের কবিতা: তোমার প্রতীক্ষায়

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ জুন ২০২৪

রাধিকা! আমার বাম চোখে বামপাশের জমাটবদ্ধ লাল রঙে
এক বিশ্বাসী প্রদীপের মতো করে আমি তোমায় রেখেছি।
হঠাৎ কোনো পার্থিব যন্ত্রণায়
বুকে প্রবাহিত হিমশীতল ধারাগুলো যখন
চোখে আগুন জ্বালায়,
তোমাকে নতুন প্রেমিকার মতো করে তখন;
আশ্রয় দিই ভালোবেসে পাওয়া এ-ই লাল চোখ দুটোতে।

রাধিকা আমার! বিপ্রতীপ অপেক্ষায় থেকে
তোমার পায়ে যে শিকড় গজিয়েছে—
তা বেয়ে বেয়ে আমি পৌঁছে যেতে চাই,
স্বস্তির সেই মহাসাগরে—
যেখানে সবুজ স্বপ্নে সাঁতার কাটবো আমরা দুজন;
আর সীগালগুলো গেয়ে যাবে
অসম ভালোবাসার সুরেলা সংগীত।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।