গহীন অন্ধকারে একা একা দৌড়াই এবং অন্যান্য
গহীন অন্ধকারে একা একা দৌড়াই
গহীন অন্ধকারে একা একা দৌড়াই।
অনুপম বলেছিল, কবিতা পারি না
ফেসবুকিং পারি শুধু
লিটলম্যাগ জানে কবিতার পুরত্ব ও ওজন।
ঝরাপাতা ওড়ে, সবুজপাতা উথলায়
সবুজ জানে না পরবর্তী গন্তব্য
গহীন অন্ধকারে একা একা দৌড়াই আমি
হ্যামিলিয়নের বাঁশি বের করবো কি না ভাবছি
ভাবছি আর হাঁটছি
গহীন অন্ধকারে ভাবনা আর চিন্তার নীড়।
জন্মের সময় একাই লড়েছি
মৃত্যুর সময়ও একাই লড়তে হয়
বাঁশি হাতে একাই নেমে পড়ি লড়াইয়ে
গহীন অন্ধকারে একা একা দৌড়াই
দিনের শত্রুদের সঙ্গে লড়াই করি না
রাতের শত্রুদের চিনে নিতে চাই।
গহিন অন্ধকারে একা একা দৌড়াই
আলো দেখি অনেক দূরে।
****
রাতজুড়ে লিখি রোজনামচা
এপারে ঝড় মাঝে নির্মল স্রোত
ওপ্রান্তে পলাশ বন, মল্লিকা ঝলমল
মেঘভাঙা আকাশ ক্লান্ত মন
নৌকা নিয়ে যাই দূরের ওপার।
পথে-পথে ঘাটে, ভারী ভারী রোদ
উসকায় ঝামেলা
খাবারের খোঁজে পাখিদের দল
ভাঙা দল, একাকী কেউ, শামুক, খঞ্জনা
মেঘ-ঝড় করে আলিঙ্গন।
এপারে প্রবল ঝড়, ওপারে রয়েছে সোনার দুয়ার
চলি পথ, মাঝে মাঝে ঝড়দল
ফিরে আসি এপার, বারবার
প্রতি রাতজুড়ে লিখি রোজনামচা।
****
একা থাকার আকুলতা বোঝে না অন্ধকার
আর ভালো লাগে না এই অন্ধকার সময়।
হামাগুড়ি দিয়ে ডুবে গেল সূর্য
চুপিচুপি উঠে এলো নিস্তব্ধতা
বারান্দায় আরাম কেদারায় হাতে চায়ের কাপ
ঝিমিয়ে পড়ে উদ্যম, ঘুমিয়ে যায় মস্তিষ্ক
এরপর অন্ধকার
শুধুই অন্ধকার।
এরপর বৃষ্টি। তুমুল বৃষ্টি।
জলে জলে পাথার, সামনে
এসইউ/জিকেএস