নীল রঙের মেয়েটি বৃষ্টি হয়ে ঝরছে এবং অন্যান্য

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩০ মে ২০২৪

নীল রঙের মেয়েটি বৃষ্টি হয়ে ঝরছে

নীল রঙের মেয়েটি বৃষ্টি হয়ে ঝরছে
সে নদী আনতে গিয়েছিল
নদী তার হাত ধরেনি
সে প্রজাপতি হতে চেয়েছিল
কেউ তার ডানা ভেঙেছে।

সে এখন ঢেউ হয়ে সাগর পাড়ি দেবে।

****

স্বাধীনতা একখানে বন্দি নেই আর

একঝাঁক ঘাসের স্মৃতি আছে। নদী হয়েছিলে তুমি
আমি হয়েছিলাম সাগর।

রকেটের মতো ছুটছে সম্পর্ক। মেরামত নেই।
তোমার স্বার্থপরতাই আমাকে স্বাধীনতা দিয়েছে
বিরাট স্বাধীনতা। নীল আকাশে ঘাসের স্বাধীনতা
শঙ্খচোখে ভাসার স্বাধীনতা
জারুল বনে ওড়ার স্বাধীনতা—
আমার স্বাধীনতা একখানে বন্দি নেই আর।
নদীর সঙ্গে ছুটে যাওয়া, ইনানী পাথরে হোঁচট খাওয়া
চাকমা পাড়ায় আর শালবনে হারিয়ে যাওয়ার ভয় নেই আর।

শিকলের ঝনঝনানি হারিয়ে গেছে তোমার স্বার্থপরতায়।

****

একুশের সৃষ্টি ভুলে আঠারোর ধ্বংস

হুইলচেয়ারে বসে
আমি ধরতে চেয়েছিলাম আঠারোকে
ভুলে গিয়ে পঞ্চাশ
পাশের এক কবি বললেন, একুশ ধরার চেষ্টা করো
কবিরা একুশ পান সহজে।

একুশের সৃষ্টি ভুলে আঠারোর ধ্বংস চাওয়ার
গড়পড়তা আমরা সবাই একই।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।