ফখরুল হাসানের কবিতা

আষাঢ়-শ্রাবণ এবং গোপনগহন ব্যথা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৭ মে ২০২৪

আষাঢ়-শ্রাবণ

এ-বুকে মাটি নেই বারোমাসি বহে আষাঢ়-শ্রাবণ,
করেছিলাম বলে তোমার প্রেমের বীজ বপন!
বুকের ভেতর হায়রে আমার হাতুড় পেটা ব্যথা,
হৃদয়টাতেও রোগ ধরেছে প্রেমের আমলনামা।
ভালোবাসি বলেই তোমায় করলে অবহেলা,
চোখের নীড়ে স্বপ্ন বুনে আঁধার হলো বেলা।
প্রেম বিরহে আমার এ-মন কাঁচের মতো ভাঙে,
বাঁচবো নারে তোমায় ছাড়া উঠবো মরণ চাঙে।

****

গোপনগহন ব্যথা
(উৎসর্গ নাহিদা ইয়াসমিন রাইসা)

বাদামকালো ছনগুলো বৃষ্টি জলে নেতিয়ে যায়
যেন সাপের মতো ছোবল মারছে ছনের চালে,
তেমনই তার জন্য মৃদু অস্বস্তির কাঁটা খচখচ
করে মনের মধ্যে। অন্তরের ব্যথাকে নিশ্চুপে
রেখে, অনবরত খুঁটতে থাকে বুকের ভেতর।
তবে কি চাওয়ার মধ্যে ভুল ছিল, অজস্র;
তাই কি অদৃশ্য নিয়তির ত্রুূর অভিশাপ পড়েছে
চোখ দুটো সদ্যস্নাতা বিধবা, জলে ছলছল করে।
দীর্ঘশ্বাসের বাতাস যেন ঝকঝকে তলোয়ার
কচুকাটা করে যাচ্ছে, সুখ-দুঃখ, মান-অভিমান।
কাউকে জানতে দেয় না; বুকজুড়ে শুধু
গোপনগহন ব্যথা গুমরে বেড়ায়। তবুও চাই
বৃষ্টির জলে ভিজিয়ে দিক এক টুকরো জমিন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।