স্বাধীনতা দিবস

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১১:০৪ এএম, ২৬ মার্চ ২০২৪

শুভ স্বাধীনতা দিবস

১৯৭১, বাংলাদেশ,
তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়া
রূপসা থেকে জকিগঞ্জ
সাতচল্লিশ থেকে তুমি
অন্যায়ের শিকার, অবহেলিত, নিষ্পেষিত।

আমরা তোমার জন্য যুদ্ধ করেছি
আমরা সুন্দরের জন্য যুদ্ধ করেছি
আমরা ভালো থাকার জন্য যুদ্ধ করেছি।

২৬ মার্চ ১৯৭২, বাংলাদেশ
তোমার প্রথম জন্মদিন
তুমি দুর্দান্ত—
শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতা

আমার চোখ শুধু বিছানো-জাল দ্যাখে।
কিছু একটা বললেই বলো,
আমার ঠোঁট খুবই বিষাক্ত
অপ্রয়োজনীয় কথা বলে শুধু!

কেন বলে জানো না?—
তোমার কাছে যা অপ্রয়োজনীয়
আমার কাছে তা খুবই দামি!

আমার ঠোঁট নিয়ে নাও
তবুও, আমার স্বাধীনতাটুকু দাও।

কিছু বসন্ত দাও

এখন বসন্তগুলো শুধুই তোমার।
তোমার মুখে বৃষ্টিরা খেলা করে
নক্ষত্রগুলো শুধু তোমাকেই চায়।

আমার কিছু বসন্ত দাও
তোমারগুলো তোমার কাছেই থাক।

সমস্ত পাহাড় নদী সাগর পেরিয়ে
আসুক বসন্ত—
শুধু বলি, তুমি বাধা হয়ো না।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।