কাঙ্ক্ষিত আশ্রয় এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১১:৫১ এএম, ১৯ মার্চ ২০২৪

কাঙ্ক্ষিত আশ্রয়

আমি উপকূলরেখা ধরে হাঁটছিলাম
তুমি উচ্চভূমি ধরে
চারিদিকে ধারালো ফলা
হতাশা, অসহায়, ভয়, বিকট দুর্গন্ধ
দিকহারা হয়েই আনমনে
একসঙ্গে নিচে নেমেছি স্বর্গের অপেক্ষায়।

দুই হাত—চার হাত—আট হাত...
অসংখ্য হাতের বন্ধনে দীর্ঘ ভ্রমণপথ
তুমি আমি মিলে
সঙ্গে ওরা—‘আমরা’ হই স্বর্গের বাসিন্দা।

ফাঁকহীন দুর্ভেদ্য দেওয়ালের ঘরই কাঙ্ক্ষিত আশ্রয়।

****

সবুজপাতা ও ঝরাপাতা

বসন্তের বাতাসে অনেক পাতার ওড়ার সাধ
অনিবার খায়েশ—উড়বে তারা উড়বেই
তারা জানে না, যারা ওড়ে তারা হয় ঝরাপাতা।
সবুজ পাতারা থাকে গাছে, উপরে
তারাও ওড়ে
ওড়ে, তবে কাণ্ডের সঙ্গে স্পর্শ রেখেই।

সবুজের হাতছানি আর হলুদের হাতছানির মধ্যে
বিস্তর ফারাক—আকাশ-পাতাল ব্যবধান
মিলও আছে
দুটোই ওড়ে সানন্দে—মুক্তবাতাসে।

****

শিকার

সৈকতে হাঁটছি। মিষ্টি বাতাসে স্বর্গের গন্ধ।
ঘ্রাণ শুকে শুকে আনন্দের অভিযানে
অনেকের মধ্যে আমি একজন।

বুক খুলে সাগরের বাতাসে
অনিমেষ, উন্মাতাল আমরা
বিস্তীর্ণ আকাশের নিচে, উদার সাগরের পরশে
চোখ বুজে স্বর্গের পথ খুঁজছি।
হঠাৎ ঈগলের মতো ঝাঁপিয়ে পড়লে আমার ওপর।

ক্ষমা কী করতে পারবো? আমি যে মানুষ
তুমি যে ঈগল!
তুমি আমার আত্মাকে পাঠিয়ে দিলে ঠিকই ওপারে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।