ঘুমহীন বিষণ্ন রাত্রি-দিন এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

আনিস ফারদীন

মনে চলছে শৈত্যপ্রবাহ, হীম শীতল ঠান্ডা
আবেগে জমছে বরফ, কিনারাহীন সময়ে;
অনর্গল তর্কের প্রাচীরে একরাশ নীরবতা
শ্যাওলা জমা দেওয়ালে অনিচ্ছার শিশির।

মায়ার সুতোতে জড়ায় বিউগল সব সুর
গাছের পাতার মতো ঝরে পড়ে মায়ার মেদ;
জানালা কপাটহীন সাজানো কোনো ঘরে
উষ্ণতার আগল খোঁজে পাতা কুড়ানির দল।

আবহাওয়ার পূর্বাভাসে শৈত্যপ্রবাহ বাড়ে
সাথে বাড়ে যোজন যোজন ক্রোশ দূরত্ব;
দূরত্ব বাড়ে গাছের সাথে পাতার, শেকড়ের
মনের সাথে ঘুমহীন বিষণ্ন এক রাত্রি-দিনের।

****

মন অসুখের বিষাদ দিন

ভালোবাসার প্রলোভনে
সেরে ওঠে অসুখ;
মন অসুখের বিষাদ দিনে
ভেঙে যায় এ বুক!

নড়বড়ে আয়না ভেঙে
চৌচির হয় এ মুখ;
ভালোবাসার মেঘলা দিনে
হৃদয়জুড়ে অসুখ!

****

ভুল আঁকিবুঁকি

বেঁচে থাকা কী এক দুঃসহ-যন্ত্রণা
আবেগের স্তূপে সর্পিলাকার ঘূর্ণি
যাযাবর জীবনে নামে বিরুদ্ধ স্রোত।

ঝরে পড়া পাতার মতো নির্জীব স্বপ্ন
মিথ্যে প্রতিবিম্বে আড়ষ্ট হয় পরম সত্তা
সজীবতায় ঠেকে রাজ্যের সব হতাশা।

সামনে গ্লানি আর দুঃখবোধের পাহাড়
অনিঃশেষ যন্ত্রণার পারদে বারংবার
পুড়ে মরে অনিশ্চিত জীবন, পথচলা।

বিচ্যুতির দেওয়ালে আঁকা ভুল আঁকিবুঁকি
প্রাণোচ্ছল জীবনে ঠেকে অনিশ্চিত মৃত্যু
গতির সীমানা পেরিয়ে আবদ্ধ এ জীবন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।