আজহার মাহমুদের পাঁচটি কাপলেট

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

১.
উড়ে গেছে পাখি, শুনি না আর তার ডাকাডাকি,
একাকিত্ব এই জীবনে কবিতার মাঝেই বেঁচে থাকি।

২.
যতবার তোমার ওই হাসিমাখা মুখখানি দেখি,
ততবার ইচ্ছে করে একটি করে কবিতা লিখি।

৩.
কবিতা লিখতে গিয়ে মাঝে মাঝে আমি উপলব্ধি করি,
আসলে আমি কবিতা লিখি না, আমি তোমাকে লিখি।

৪.
এই যে তুমি মায়ায় জড়ালে, হৃদয়টা নিলে কেড়ে;
হঠাৎ আবার হারিয়ে যেও না, যেও না আমায় ছেড়ে।

৫.
কী যন্ত্রণায় যাচ্ছে সময়, সে কি আর তুমি বুঝবে!
যদি আংশিকও বোঝ, রাতবিরাতে চোখের জল মুছবে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।