বাঘা যতীন গবেষণাকেন্দ্র পুরস্কার পাচ্ছেন ৩ জন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

বাঘা যতীন গবেষণাকেন্দ্র প্রবর্তিত পুরস্কার পাচ্ছেন ৩ জন। শিল্প-সাহিত্য-সংস্কৃতির তিন শাখায় তিন জনকে এ পুরস্কার দেওয়া হবে। ৭ ডিসেম্বর সন্ধ্যায় বাঘা যতীন গবেষণাকেন্দ্রর প্রধান উপদেষ্টা এএসএম কামাল উদ্দিন পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন।

প্রথমবারের মতো কথাসাহিত্যে ‘আকবর হোসেন কথাসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অনীক মাহমুদ, প্রবন্ধে ‘বাঘা যতীন প্রবন্ধ পুরস্কার’ পাচ্ছেন মাসুদ রহমান ও কবিতায় ‘গগন হরকার কবিতা পুরস্কার’ পাচ্ছেন খসরু পারভেজ।

আরও পড়ুন: ‘মৈমনসিংহ গীতিকা’র শতবর্ষে জবিতে আন্তর্জাতিক সেমিনার 

বাঘা যতীন গবেষণাকেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. রকিবুল হাসান বলেন, ‘আমাদের জুরি বোর্ড চুলচেরা বিচার-বিশ্লেষণ করে তিন জনকে নির্বাচিত করেছে। নির্বাচন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এ পুরস্কার সাহিত্যাঙ্গনে মর্যাদাপূর্ণ হিসেবে গৃহীত হবে।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জানুয়ারি শেষ সপ্তাহে অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরস্কারজয়ীদের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।