গুচ্ছ কবিতা: আমার হৃদয় দুলছে কেন?

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩

১.
একটি ফুল ফুটেছে
চাঁদের মতো সুন্দর।
আমার হৃদয় দুলছে কেন?

২.
সুগন্ধ আনতে সূর্য হতে হয়
প্রবালের মতো উজ্জ্বল লড়াই করতেই হয়।

৩.
তোমার চোখে হেলেনের চোখের ছায়া
তোমার চোখে ব্ল্যাকহোল।
আমি চেয়েছি, তোমার চোখ হবে
ভালোবাসার দজলা-ফোরাত।

৪.
জানি, তোমার শরীর আমার প্রথম স্বর্গ।
তবুও, আমি শুধু মনকেই আলিঙ্গন করতে চাই।

৫.
গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটি
হতে পারেনি
প্রস্ফূটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।

৬.
শ্রাবণপ্লাবন ওঠে হৃদয়ে।
তুমি কি শুধু মরিচীকা?
আচমকা জেগে উঠি, দেখি
কোমল দাগ লাগিয়ে দিলে সবুজ বাগানে।

৭.
তার মুখে প্রতিচ্ছবি সাধারণ জনতার
আরও ছবি লাল সবুজ হলুদ মমতার।

৮.
আমি তোমার নাম দিলাম নীলগিরি।
চুল আঁচড়াও ঘন বাতাসে
শিশির বিন্দু মুখে এক সাহসিকা তুমি।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।