রংধনু

শায়লা জাবীন
শায়লা জাবীন শায়লা জাবীন
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৩ জুলাই ২০২৩

 

সব বৃষ্টির পর এমন রোদ্দুর ওঠে না,
কখনো ঝলমলে রোদ্দুর উষ্ণতা দিলেও রংধনু নিয়ে ভাসে না, কিছু রোদ্দুর কেবল দিগন্তজুড়ে এমন রংধনু নিয়ে আসে,
হৃদয়ের একূল ওকূল দু’কূল সাথে নিয়েই সমান্তরালে হাসে।

এ যাত্রা প্রস্তুরে জমে যাওয়া পিচ্ছিল শ্যাওলাগুলো বেঁচে গেলো
স্বচ্ছ জলের নিচে পোনা মাছের ঝাঁকগুলো গতি পেল
অম্বরের সঙ্গে জলদের আজ সন্ধি...
সবাই যে আজ রংধনুর মোহে বন্দি।

আরও পড়ুন: শব্দ 

দূরের হরিৎ বৃক্ষে ঠাঁই নিয়েছে পক্ষীকূল,
চাতক চোখে তাকিয়ে আছে এদিক-ওদিক, এমনি!
কিছু সন্দেশ পেলেই চরের বালুগুলো চাকরি পায়,
তিলকে তাল বানিয়ে ফের চোরাবালিতে তলিয়ে যায়।

আচমকা বাতাসে অচেনা এক সৌরভ
অনেকটা Maison Margiela’র beach walk এর মতো,
থেকে যাক রংধনু এভাবেই জীবনভর...
সাত রংয়ের আলো নিয়ে তোমার অন্তরের ভেতর।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।